মহারাষ্ট্রে রাজ্ ঠাকরে মিলিত হচ্ছে একনাথ শিন্ডে ও বিজেপির সঙ্গে নতুন সমীকরণ তৈরি তে

দীপাবলিকে কে কেন্দ্র করে মহারাষ্ট্রে একনাথ শিন্ডে দেবেন্দ্র ফড়নবীশ ও এমএনএস নেতা রাজ্ ঠাকরে একই মঞ্চে উপস্থিত হচ্ছেন ।রাজনৈতিক সূত্রের মতে মহারাষ্ট্রের আসন্ন পুরো ভোটে একজোট হয়ে লড়ার প্রস্তুতি নিচ্ছেন এই তিন দল ।জানা যাচ্ছে উদ্ধব ঠাকরের সঙ্গে রাজ্ ঠাকরের দূরত্ব কে ব্যবহার করতে চাইছেন শিন্ডে ও ফড়নবীশ ।আন্ধেরি আসন টিতে বিজেপি প্রার্থী প্রত্যাহারের আবেদন করেছিলেন এবং তা গৃহীত হয় ।