দীপাবলিকে কে কেন্দ্র করে মহারাষ্ট্রে একনাথ শিন্ডে দেবেন্দ্র ফড়নবীশ ও এমএনএস নেতা রাজ্ ঠাকরে একই মঞ্চে উপস্থিত হচ্ছেন ।রাজনৈতিক সূত্রের মতে মহারাষ্ট্রের আসন্ন পুরো ভোটে একজোট হয়ে লড়ার প্রস্তুতি নিচ্ছেন এই তিন দল ।জানা যাচ্ছে উদ্ধব ঠাকরের সঙ্গে রাজ্ ঠাকরের দূরত্ব কে ব্যবহার করতে চাইছেন শিন্ডে ও ফড়নবীশ ।আন্ধেরি আসন টিতে বিজেপি প্রার্থী প্রত্যাহারের আবেদন করেছিলেন এবং তা গৃহীত হয় ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...