নিউজিল্যান্ডের কাছে পর্যদুস্ত হলো বিশ্বকাপে অস্ট্রেলিয়া

গতকাল সিডনির মাঠে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ড ৩ উইকেটে করে ২০০ রান ।তাদের ওপেনার কনওয়ে ৯২ রানে নটআউট থেকে ম্যান অফ দি ম্যাচ হন ।জবাবে অস্ট্রেলিয়া ১৭.১ ওভারে ১১১ রানে সকলে আউট হয়ে যান ।নিউজিল্যান্ড বিজয়ী হন ৯৯ রানে ।স্ট্যানিস কে আউট করার ক্যাচ টি ফিলিপসের খেলার মোর ঘুরিয়ে দেয় ।