টানা ২.৫ দশক য়ের বেশি গুজরাটের ক্ষমতায় রয়েছে বিজেপি সরকার । প্রতিষ্ঠান বিরোধিতা যে সেই রাজ্যে দিন দিন বাড়ছে তা টের পেয়েছেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ রা । এই কথা মাথায় রেখেই মূলত বিজেপি র গ্রামীণ এলাকাতে কৃষক দের সন্তুষ্ট রাখতে পুরোনো বিধায়ক দের বদলে নতুন ও তরুণ মুখ কে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে পদ্য শিবির ,বাদ পড়তে পারেন বেশ কিছু মন্ত্রী ও।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...