গদিতে বসেই কমলনাথ কৃষকদের ঋণ মুকুব করলেন

নিউস  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  আজ  কংগ্রেস নেতা কমলনাথ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন  এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলের শীর্ষ নেতারা ,কমল নাথ  মুখ্যমন্ত্রী হওয়ার পরেই  যে ফাইলে  সই করলেন তা  হলো কৃষি  ঋণ  মকুবের ফাইল ,কংগ্রেস নির্বাচনী প্রতিশ্রুতি  দিয়েছিলো যে গদিতে  আসীন হলেই তারা কৃষকদের  দুর্দশা  ঘোঁচাতে  প্রতিশ্রুতি বদ্ধ ,তাই প্রতিশ্রুতি রক্ষার্থে  ২ লক্ষ টাকা অব্দি কৃষি  ঋণ  মুকুবের ফাইলে  কমল নাথ সই করলেন ।