ক্ষতির বহর কমাতে ইন্ডিয়ান অয়েল কে ১০,৮০০ কোটি টাকা ভর্তুকি দিয়েছে কেন্দ্রীয় সরকার ,তা সত্ত্বেওপর পর দুটি ত্রৈমাসিকে ক্ষতির মুখে পড়লো রাষ্ট্রায়াত্ব সংস্থা টি ।এপ্রিল -জুন ২০২২ ক্ষতি হয়েছে ১৯৯২ .৫৩ কোটি টাকা । জুলাই -সেপ্টেম্বরএই ত্রৈমাসিকে ক্ষতি হয়েছে ২৭২.৩৫ কোটি টাকা ।অথচ ২০২১-২২ অর্থবর্ষে জুলাই সেপ্টেম্বর ত্রৈমাসিকে এই সংস্থা টি মুনাফা করেছিল ৬৩৬০।০৫ কোটি টাকা ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...