টাটা স্টিলের কর্ণধার পদ্যশ্রী জামশেদ জে ইরানি শেষ নিঃস্বাস ত্যাগ করলেন

গতকাল ভারতের ইস্পাত মানব জামশেদ জে ইরানি ৮৬ বছর বয়েসে শেষ নিঃস্বাস ত্যাগ করেন ।মারা যাওয়ার সময়ে তিনি স্ত্রী ও তিন সন্তান কে রেখে গিয়েছেন ।টাটা স্টিলে ৪৩ বছর ধরে কাজের পরে তিনি ২০১১ সালে অবসর নেন ।টাটা সন্স,টাটা মোটোর্স্ এবং টাটা স্টিলের পর্ষদেও ছিলেন তিনি ,পদ্যশ্রী প্রাপক জামশেদজির শোক জানিয়েছেন বহু প্রাক্তন ও বর্তমান কর্তারা ।