গতকাল ভারতের ইস্পাত মানব জামশেদ জে ইরানি ৮৬ বছর বয়েসে শেষ নিঃস্বাস ত্যাগ করেন ।মারা যাওয়ার সময়ে তিনি স্ত্রী ও তিন সন্তান কে রেখে গিয়েছেন ।টাটা স্টিলে ৪৩ বছর ধরে কাজের পরে তিনি ২০১১ সালে অবসর নেন ।টাটা সন্স,টাটা মোটোর্স্ এবং টাটা স্টিলের পর্ষদেও ছিলেন তিনি ,পদ্যশ্রী প্রাপক জামশেদজির শোক জানিয়েছেন বহু প্রাক্তন ও বর্তমান কর্তারা ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...