কোয়াড ভুক্ত দেশগুলি ভারত ও প্রশান্ত মহাসাগরের নিরাপত্তার জন্য বৈঠক করলেন

সমুদ্র পথে চীনের নাক গলানোর পরিপ্রেক্ষিতে এবং প্রশান্ত ও ভারত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতকরতে টোকিও তে বসেছিলেন কোয়াড ভুক্ত দেশ গুলির নৌসেনা প্রধানেরা ।সেই খানে নিজেদের মধ্যে সম্মন্বয় ও আরো বেশি মহড়া বিষয়নিয়ে আলোচনা হয়েছে । মূলত চীনের একাধিপত্য খর্ব করার উদ্দেশ্যে জাপান ,ভারত,আমেরিকা ও অস্ট্রেলিয়া নিয়ে কোয়াড ঘোষ্ঠী গঠিত হয়েছিল ।