অনুব্রত মন্ডলের ১ কোটি টাকার লটারি পাওয়া পাশাপাশি তার মেয়ে সুকন্যার লটারি বাবদ মেয়ের একাউন্টে ৫১ লক্ষ্য টাকা ঢোকা ও বছর তিনেক আগে আগে অনুব্রতের একাউন্টে ১০ লক্ষ্য টাকা ঢোকার ব্যাপারে জানতে পেরেছে সিবিআই ।জানতে পেরেছেন তিনটি লটারির টিকিট বোলপুর লাগোয়া এলাকা থেকে কেনা হয়েছিল ।তদন্তে নেমে বোলপুর চৌরাস্তা সংলগ্ন রাহুল লটারি সেন্টারে হানা দেয় সিবিআই ওই লটারি ব্যবসায়ীকে বোলপুরের অস্থায়ী সিবিআই ক্যাম্পে নিয়ে জিজ্ঞেসাবাদ করা হয় ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...