সম্প্রতি আদালতে এস এস সির মাধ্যমে গ্রুপ সির কর্মী নিয়োগের দুর্নীতি মামলার চার্জশিট দাখিল করেছেসিবিআই ।সিবিআই সূত্রের খবর , ওই চার্জশিটে পাকা মস্তিকের চক্রান্ত নিপুন কয়েকজন অসাধু সরকারি অফিসারের নাম উল্লেখ করা হয়েছে । তাদের মধ্যে কেউ কেউ উপদেষ্টা স্তরের লোক ,কেউ কেউ সরকারি অফিসার ।তারা সকলেই শিক্ষিত,দুর্নীতির ছক কষার কূটবুদ্ধি ধরেন ,
এরা সকলে মিলেই এত বড় দুর্নীতি সংগঠিত করেছেন ।