আদবানির ৯৫ তম জন্মদিনে তার বাড়িতে শুভেচ্ছা জানাতে গেলেন মোদী

গতকাল বিজেপির লৌহপুরুষ লাল কৃষ আদবানির ৯৫ তম জন্মদিবসে তাকে শুভেচ্ছা জানাতে তার বাড়িপৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তার হাতে তুলে দেন লাল গোলাপের তোড়া ।তার পরে আদবানির পাশে বসে দুই নেতা কথা বলেন ।সেই খানে উপস্থিত ছিলেন আদবানির আরেক ঘনিষ্ঠ শিষ্য প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ ।পরে মোদী টুইট করে বলেন ভারতের উন্নতিতে আদবানি জির প্রভূত অবদান আছে আমি ওর সুস্থ্য জীবন কামনা করি ।