নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ আইপিলের নিলাম যখন জয়পুরে হচ্ছিলো তখন কলকাতায় বসে টিভির পর্দায় নিশ্চই চোখ রেখেছিলেন বাংলা তথা ভারতের প্রাক্তন উইকেট কিপার ঋদ্ধিমান সাহা । তিনি এখন চোটের জন্য জাতীয় দলের বাইরে ,তার বেশ প্রাইস ধরা হয়েছিল ১ কোটি টাকা যেইখানে গতবারে তার দাম উঠেছিল ৫ কোটি টাকা ,দিনের শেষ তিনি ১.২ কোটি টাকা তে বিক্রি হলেন সানরাইজার্স হায়দ্রাবাদ ফ্রাঞ্চাইসির কাছে ,ঠিক সেই সময় তার সতীর্থ সামি হলেন ৪.৮ কোটি টাকা তে ।