আল বায়েত স্টেডিয়ামে শুরু হচ্ছে ২০২২ কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচ আজ

আজ ভারতীয় সময়ে ৯ টা ৩০ মিনিটে ফিফা বিশ্বকাপের প্রথম উদ্বোধনী ম্যাচ টি হবে কাতারের আল বায়েদস্টেডিয়ামে ইকুয়েডর এবং কাতারের মধ্যে ।৬০,০০০ টিকিট সব বিক্রি হয়ে গেছে ,উন্মাদনা বিশ্বকাপ ঘিরে প্রচুর । ইতিমধ্যেই ইংল্যান্ডের একটি সংবাদ পত্র দাবি করেছে ,ম্যাচ ছেড়ে দেওয়ার জন্য ইকুয়েডর ফুটবলার দের নাকি ৭৪ লক্ষ্য ডলার ঘুষ দেয়ার প্রস্তাব দিয়েছিলো কাতার ।