গতকাল ফটোদোরা স্টেডিয়ামে গোয়ার কাছে ৩-০ গোলে হারলো এটিকে মোহনবাগান । প্রথম অর্ধের খেলা গোল শুন্য ভাবে শেষ হয় । খেলার ৫০ মিনিটের গোয়ার হয়ে প্রথম গোল টি করেন দোহলিং ,৭৬ মিনিটের মাথায় দ্বিতীয় গোল টি করেন,গোয়ার ফাররেস আরনৌত ।খেলার তৃতীয় গোলটি দূরপাল্লার শটে করেন নোয়া সাদউই ।লীগ টেবিলে গোয়ার অবস্থান এখন তৃতীয় স্থানে ১২ পয়েন্ট নিয়ে ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...