গতকাল কাতারের মাঠে আর্জেন্টিনার সঙ্গে মেক্সিকোর ছিল মরণ বাঁচন লড়াই ,গতকাল মেক্সিকোর বিরুদ্ধে,প্রথম গোল করে এগিয়ে নিয়ে যান মেসি এবং চেনালেন তার জাত ।৬৪ মিনিটের মাথায় সামান্য ফাঁকা জায়গায় থেকে তিনি পরাস্থ করেন ওচুয়া কে ।ছুঁয়ে ফেললেন মারাদোনার ২১ ম্যাচে ৮ গোলের রেকর্ড।৮৭ মিনিটে দেন পায়ের বাক খাওয়ানো শটে ওচুয়া কে পরাস্থ করেন আর্জেন্টিনার ফার্নান্দেজ ,ফলাফল ২-০।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...