গতকাল বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনালে ব্রাজিল ৪-১ গোলে দক্ষিণ কোরিয়া কে ।খেলার ১১ মিনিটের মাথায় ব্রাজিল পেনাল্টি পায় সেইখান থেকে গোল করে নেইমার ,পানে নাকা কিকে । তার আগে ভিনিয়াস জুনিয়র ৭ মিনিটের মাথায় প্রথমগোল করেন ,২৯ মিনিটের মাথায় রিচারলিসন তৃতীয় গোল করেন আর ৩৬ মিনিটের মাথায় পাকুয়েতা ব্রাজিলের হয়ে চতুর্থ গোল করেন ।
৭৬ মিনিটে কোরিয়ার হয়ে ব্যবধান কমান পিক সেং হো ।