মস্কো গিয়ে পুতিনের মুখোমুখি হচ্ছেন না ভারতের প্রধান মন্ত্রী

নয়া দিল্লি সূত্রে জানা যাচ্ছে ডিসেম্বর মাসে প্রত্যেক বছরের মত ভারত -রাশিয়া বার্ষিক বৈঠক টি এইবারে
অনুষ্ঠিত হচ্ছে না ।ডিসেম্বরের শেষ সপ্তাহে মোদির যাওয়ার কথা ছিল মস্কো ,কারণ হিসাবে মোদির সময়ের অভাবের কথাই বলা হয়েছে ।কূটনৈতিক মহলের মতে এই বৈঠক থেকে আপাতত সরে থাকার সিদ্ধান্ত ভারতের মূল কূটনৈতিক ভারসাম্যের অঙ্গ ।