নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সোমবার মধ্য রাতে লাইন পেরোতে গিয়ে একটি মাল গাড়ির ধাক্কায় ছিন্ন – ভিন্ন হয়ে যায় তিনটি পূর্ণ বয়স্ক সিংহের দেহ ।আজ সকালে তিনটি সিংহের মৃত দেহ দেখে গ্রামবাসীরা খবর পাঠান বন দফতরে ,বন কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিংহের মৃতদেহ গুলিকে পাঠান ময়না তদন্তের জন্য ,জুনাগড় বন্যপ্রাণ বিভাগের আধিকারিক জানান ৬ টি সিংহের একটি দল রাত ১ টার সময় রেল লাইন পার হচ্ছিলো সেই সময় এই ঘটনা ঘটে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...