আমদানি শুল্ক কমাতে আর্জি জানালো বাণিজ্য দফতর

বাজেটে সোনার আমদানি শুল্ক কমানোর আর্জি জানালো বাণিজ্য মন্ত্রক ,দেশে গয়না তৈরি তে উৎসাহ দেওয়া ও রফতানি বাড়াতে এই আর্জি । চলতি খাতে ঘাটতি তে রাশ টানতে গত জুলাইয়ে সোনার আমদানি শুল্ক ১৫% বাড়িয়ে দিয়েছিলো
কেন্দ্রীয় সরকার ।