পেলের ১০ নম্বর জার্সি সংরক্ষণ নিয়ে আপত্তি জানালেন জিকো

প্রয়াত ফুটবলার পেলে ১০ নম্বর জার্সি পরে তার দেশ ব্রাজিল ও ক্লাব সান্তোসের হয়ে খেলেছেন ।পেলের পরিবারের পক্ষ থেকে সান্তোস কর্তৃপক্ষ কাছে আবেদন করা হয়েছিল ওই ১০ নম্বর জার্সি যেন ভবিষ্যতের জন্য তুলে রাখা হয় এবং তাতে সায়দিয়েছিলো সান্টোস কর্তৃপক্ষ ।এতে আপত্তি জানিয়েছেন আরেক কিংবদন্তি খেলোয়াড় জিকো ,তিনি বলেন ১০ নম্বর জার্সি একজন স্ট্রাইকারেরপরিচিতি ,এই জার্সি পড়ার যোগ্যতা অর্জন করা সব স্ট্রাইকারের কাছেই পরম প্রাপ্তি ।তিনি বলেন ক্লাব কর্তৃপক্ষ যেন এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন ।