কলকাতা পুরসভা তে বাড়ছে কর আদায় ও করদাতা দের সংখ্যা

কলকাতা পুরসভার সূত্রে জানা গিয়েছে গত ১ বছরে কলকাতা পুরসভার কর দাতার সংখ্যা বেড়েছে প্রায় ৫৫ হাজার ।গত ডিসেম্বর ২০২১ সালে কলকাতা পুরসভা কর দাতার সংখ্যা ছিল ৮,৫৫,০০০। যা ২০২২ সালে এসে দাঁড়িয়েছে ৯ লক্ষ্য ১০ হাজার ।পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে যে ৩১ সে ডিসেম্বর অব্দি পুরসভার কর আদায় বেড়ে দাঁড়িয়েছে ৯০০ কোটি টাকা ,আগামী মার্চ ২০২৩ শালের মধ্যে এই সংখ্যা আরো ৩০০ কোটি টাকা বাড়বে বলে তারা আশা করছে ।