প্রত্যাশা মত এলিয়ান্দ্র কে ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে কর্তারা ।সরকারি ভাবে ঘোষণা না করলেও
তার জায়গায় আসছে ইংল্যান্ডের ৩১ বছর বয়েসী স্ট্রাইকার জ্যাক জার্ভিস । তার আজকে কলকাতা তে আসার কথা । বার্মিংহাম সিটির যুব দল থেকে উত্থান জ্যাকের ।তিনি বার্মিংহামের হয়ে এফ এ কাপ ও খেলেছেন ।আক্রমণ ভাগের একাধিক জায়গায় খেলেছেন।তবে ওড়িশার বিরুদ্ধে খেলেছেন কিনা তা নিয়ে সংশিয় আছে ।