আজ ইস্টবেঙ্গল মুখোমুখি হচ্ছে ভুবনেশ্বরের মাঠে ওড়িশা এফসির ।আইএস এল শেষ ৪ টি ম্যাচের মধ্যে
ইস্টবেঙ্গল হেরেছে তিনটি ম্যাচে ড্র হয়েছে একটি ম্যাচে ।ইস্টবেঙ্গলের কোচ বলেন আমাদের লক্ষ্য হলো ২৭ পয়েন্ট অর্জন করা ।উল্লেখ্যআই এস এলের অভিষেক মরশুমে ইস্টবেঙ্গল হারিয়েছে ওড়িশা কে ৩-১ গোলে ।চোটের কারণে নেই কামালজিৎ এবং কিরিয়াকু । গোল রক্ষক শুভম সেনের উপর ইস্টবেঙ্গলের আস্থা আছে ।