হু হু করে নামছে রাজ্যের বিভিন্ন জেলা তে পারদ

রাজ্যের বিভিন্ন জেলা তে পারদ পতন হয়ে দার্জিলিং য়ে তাপমাত্রা নেমেছে ৪.৫ ডিগ্রি সেলসিয়াস ,পুরুলিয়াতে ৬.২ বাঁকুড়া তে ৭.৮ আর শ্রীনিকেতনে -৭.৮ ,জলপাইগুড়ি -৯.৯ পানাগড়ে -৮.৪ মেদিনীপুর -১০.৩ বহরমপুর -১১ দমদম -১১,বিধান নগরে -১১।আবহাওয়া দফতর বলেছে দিন দুয়েক এই শীতের দাপট থাকবে ।