গতকাল রাজকোটে ভারত বনাম শ্রীলঙ্কার টি ২০ ম্যাচে ভারত হারালো ৯১ রানে । প্রথমে ব্যাট করে ভারত করে ৫ উইকেটে ২২৮ রান ।সূর্যকুমার যাদব ৫১ বল খেলে নট আউট থাকেন ১১২ রানে ।তাকে যোগ্য সংযত দেন অক্ষর নট আউট ২১ নয়বল খেলে । কালকে সূর্য যাদবের স্কুপ শট স্তব্ধ করে দেয় মাঠের দর্শক দের মনে পরে যায় রোহন কানহাই এবং দি ভিলিয়ার্সের ব্যাটিং কথা ।
ক্রিকেটের ভাষা তে সূর্যের এই ফলিং স্কুপ ভয়ঙ্কর সুন্দর । অর্শদ্বীপ সর্বাধিক তিনটি উইকেট পান ।