তলানিতে পাকিস্তানের বিদেশী মুদ্রার ভান্ডার

গত সপ্তাহে পাকিস্তানের বিদেশী মুদ্রার ভান্ডার তলানিতে এসে ঠেকেছে ।ওই দেশের সংবাদ মাধ্যমের খবর, স্টেট্ ব্যাঙ্ক অফ পাকিস্তানের হাতে এখন মাত্র ৫৫৭.৬ কোটি বিদেশী মুদ্রা রয়েছে ।সব থেকে বেশি খরচ হচ্ছে ঋণ সোধে ।গত সপ্তাহে ওই খাতে ২৪.৫ কোটি ডলার খরচ করেছে পাকিস্তানের শীর্ষ ব্যাঙ্ক ।