আশীষ নেহরার গুণগান করলেন হার্দিক পান্ডিয়া

হার্দিক পান্ডিয়া দেশের হয়ে প্রথম নেতৃত্ব দিয়ে শ্রীলঙ্কা কে হারিয়ে দেশের জন্য ট্রফি নিয়ে এসেছে ।হার্দিকতার এই উন্নতির জন্য অভিনন্দন জানান তার কোচ প্রাক্তন পেসার আশীষ নেহরার ।হার্দিক বলেন গুজরাট টাইটেন্স আমি তার প্রশিক্ষণে খেলেছি ।তিনি আমাকে আত্ম বিশ্বাসী করে তুলেছেন ,তার ক্রিকেটীয় চিন্তা ধারা ও আমার চিন্তা ধারার মধ্যে কোনো তফাৎ নেই ।