গতকাল মহারাষ্ট্রের কোলাপুরে মধ্যে প্রদেশ কে ৫ -০ গোলে চূর্ণ করলো বাংলা ।জয়ের হ্যাট্রিক করলেন নরহরি শ্রেষ্টর দল , কিন্তু দুরন্ত জয়ের পরেও কোচ বিশ্বজিৎ ভট্টাচার্জি ক্ষুব্দ মাঠ ও ক্রীড়া সূচি নিয়ে ।রবি হাঁসদা ও নরহরি শ্রেষ্ট জোড়া গোলকরেন ।ক্ষুব্ধ বিশ্বজিৎ ভট্টাচার্জি বলেন সকাল ৮:৩০ সে আমাদের ম্যাচ দেওয়া হয়েছে জঘন্য কন্ডিশনের মাঠে ,এই ভাবে ভারতীয় ফুটবলের উন্নতি সম্ভব নয় ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...