আজ ইস্টবেঙ্গল লড়ছে আইএস এলে উপরে ওঠার জন্য

নিজের চাকরি বাঁচাতে স্টিভেন আজকে যুবভারতীতে জামশেদপুরের বিরুদ্ধে জিততে মরিয়া ।১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আইএস এলে লীগ টেবিলে ৯ নম্বরে আছে ইস্টবেঙ্গল । আই এস এলে তাদের করা ১৪ টি করা গোলের মধ্যে একই ক্লেইটন করেছি ৮ টি গোল ।হিমাংশু জংড়া অনুশীলন করলেও তাকে এই ম্যাচে পাওয়ার আশা করছেন না কোচ ।জামশেদপুর ১৩ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট ।