গতকাল হাওড়া পুরসভার আনেক্স ভবনের তিন তলা তে কন্ট্রোলার অফ ফিন্যান্স এবং মুখ্য অডিটরের ঘরের সামনে বিক্ষোভ দেখান প্রায় ১০০ জন কর্মী ।তাদের অবসর কালীন বকেয়া পাওনা নিয়ে এই বিক্ষোভ ছিল ।এই বিক্ষোভের ফলে কন্ট্রোলার অফ ফিন্যান্স নিজের ঘরে ঢুকতে পারেননি ।হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক বলেন,এই বিক্ষোভের জন্য পুরসভার কাজ কর্ম থমকে গিয়েছেন সেটা ঠিক নয় ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...