বিধাননগর পুরসভা আন্তর্জাতিক বইমেলা তে আগুন জ্বালিয়ে রান্না করার উপরে নিষেধাজ্ঞা জারি করলো ।তবে রান্নার জন্য বিকল্প জায়গায় হিসাবে মেলা প্রাঙ্গনের পিছনে সুইমিং পুলের অংশটি খুলে দেওয়া হবে ।গিল্ড সভাপতি বলেন আমরাও চাইমেলা নিরাপদে পরিচালনা করতে ।এই বার স্টলে সংখ্যা ৮৫০,শিয়ালদাহ পর্যন্ত মেট্রো চালু হওয়াতে দর্শক সংখ্যা বাড়বে আর মেট্রো কর্তৃপক্ষ
কে শনি ও রবিবার অনুরোধ করবে গিল্ড ।