সিইএস সির ট্রান্সফর্মারে আগুন লাগাতে সাময়িক বিপর্যয় মধ্যে ও দক্ষিণ হাওড়ার বিস্তীর্ন অঞ্চলে

দমকল ও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে গতকাল বেলা ১২ টা নাগাদ কদমতলার সিইএস সির ১৩২ কেবি সাব স্টেশনে বিকট আওয়াজ হয় এবং তার পরে আগুন ও কালো ধোঁয়া তে ঢেকে যায় চারদিক ।তার পরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় মধ্যে ও দক্ষিণ হাওড়ার বিস্তীর্ণ অঞ্চলে ।তবে দমকলের তিনটি ইঞ্জিন দ্রুত আগুন নিভিয়ে ফেলা তে বড় বিপদ হয়নি ।সিইএস সির তরফে বলা হয়েছে ইঞ্জিনিয়ার রা দ্রুত মেরামত করে বিদ্যুৎ ফিরিয়ে দিয়েছে ।