গত অক্টোবর থেকে ডিসেম্বর ত্রৈমাসিকে শুধু ব্যাঙ্কিং ব্যবসা থেকে ,নীট ৮৩১২ কোটি টাকা মুনাফা করলো আই সি আই সি আই ব্যাঙ্ক যা ১ বছর আগের তুলনাতে ৩৪% বেশি । গত অর্থ বর্ষে একই সময় ৬,১৯৪ কোটি টাকা মুনাফা করেছিল ওই ব্যাঙ্ক ।মোট অনুপাদক সম্পদের হার নেমে এসেছে ৩.০৭%।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...