গতকাল রায়পুরের মাঠে এক দিবসীয় ক্রিকেটে ,এক ম্যাচ বাকি থাকতে সিরিজ জিতে নিলো ভারত জয়ী হয়৮ উইকেটে ম্যাচের সেরা হন মোহাম্মদ সামি ।প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড তোলে ৩৪.৩ ওভারে ১০৮ রান তুলে সকলে আউট হয়ে যান ।জবাবে ভারত ২০.১ ওভারে দুই উইকেট হারিয়ে ১১১ রান তোলে ।সব থেকে বেশি রান করেন রোহিত ৫০ বলে ৫১।
রাজ্য
সল্টলেকের এসএসসি ভবনের সামনে শ্লোগান উঠলো চাকরিহারা শিক্ষক দের
গতকাল দিন ভর এসএস সি ভবনের সামনে গার্ডরেলের দুই পাশে যোগ্য এবং অযোগ্য শিক্ষকেরা ( তালিকা তে নাম না থাকা এবং থাকা ) দুই...