গতকাল সুনীল শেট্টির মেয়ে আতিয়া কে ভারতীয় ক্রিকেটার কে এল রাহুল

দীর্ঘ জল্পনার পরে ভারতীয় ক্রিকেট দলের ওপেনার কেএল রাহুল অভিনেতা সুনীল শেট্টির মেয়ে আথিয়া
শেট্টির সঙ্গে বিবাদ বন্ধনে আবদ্ধ হলেন ,সুনীল শেট্টির খান্ডালার বাগানবাড়ি তে ।পরিবার ও বন্ধুদের নিয়ে সাদামাটা ভাবেই বিবাহ সারেন তারা । নিমন্ত্রিতের তালিকা তে ছিলেন প্রায় ১০০ জন অতিথি যার মধ্যে উল্লেখ্য সলমন খান ,জ্যাকি শ্রফ ,অক্ষয় কুমার।ক্রিকেট জগৎ থেকে ছিলেন
ইশান্ত শর্মার প্রমুখ ।সুনীল শেট্টি সাংবাদিক দের নিজের হাতে মিষ্টি দেন ।