গত শনিবার হায়দ্রাবাদে জি ২০ স্টার্ট-আপ সংক্রান্ত ঘোষ্ঠীর বৈঠকে বৈদ্যুতিন মাধ্যমে বক্তিতা দেন বাণিজ্য মন্ত্রী পীযুষ গয়াল ।তিনি নতুন ব্যবসা বা স্টার্ট আপের প্রশিক্ষক ,লগ্নিকারী এবং উদ্যোগ পতি দের মধ্য আন্তর্জাতিক স্তরে যোগাযোগের ব্যবস্থা গড়ে তোলার ব্যাপারে সওয়াল করেন ।তিনি বলেন এর ফলে উপকৃত হবে সারা বিশ্বের বাণিজ্য ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...