দেশে কর্মসংস্থানের পরিস্থিতি অতিমারীর আগের অবস্থায় ফিরে এসেছে বলে দাবি করে আসছিলো কেন্দ্র ।গতকাল রাজ্য সভা তে কেন্দ্রীয় শ্রম প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি বলেন ,২০২০-২১ সালে ১৫-২৯ বছর বয়েসী দের বেকারত্বের হার ছিল ১২.৯%।যা ২০১৭ -১৮ সালে ছিল ১৭.৮%,বেসরকারি উপদেষ্টা সংস্থা সিএম আই আই ইই রিপোর্ট অনুযায়ী জানুয়ারি তে দেশের বেকারত্ব নেমেছে ৭.১৪%।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...