ভারতীয় ফুটবলের সব্যসাচী ফুটবলার তুলসীদাশ বলরাম গতকাল প্রয়াত হলেন , তুলসীদাস বলরামের দুটি পায় সমান ভাবে চলতো বলে তাকে সব্যসাচী ফুটবলার বলা হতো । তার সম্মন্ধে বলতে গিয়ে সুকুমার সমাজপতি বলেন ,আমার ঘনিষ্ঠ বন্ধু বলরাম দা আমরা একই ক্লাবে খেলতাম । তার সারা মাঠ জুড়ে খেলা দর্শকদের অভিভূত করতো । তার ডান ও বা পা সমান ভাবে কাজ করতো বলে বিপক্ষ বুঝতেই পারতো কোন পায়ে তাকে আটকাবে ।তার মৃত্যু তে ইস্টবেঙ্গল ক্লাব শোকাহত ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...