আবারো বলিউডের বড় পর্দায় ফিরছেন অভিনেত্রী ক্যারিশমা কাপুর

দীনেশ ভিজানের পরবর্তী ছবি অভিনয় করতে চলেছেন করিশ্মা কাপুর ,শুটিংয়ের ফাঁকে কলাপ স্টিকের ছবিপোস্ট করে দর্শক দের জানান অভিনেত্রী স্বয়ং । হোমি আদজানিয়া পরিচালিত এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন বিজয় বর্মা ,পঙ্কজ ত্রিপাঠি ডিম্পল কাপাডিয়া ও করিশমা কাপুর । গল্প তৈরি হয়েছে দিল্লির প্রেক্ষাপটে একটি অভিজাত ক্লাবের গল্প ঘিরে ।