গুজরাট পেলো সেমিকন্ডাক্টর তৈরির কারখানা

বেদান্ত -ফক্সনের যৌথ উদ্যোগে ,সেমীকন্ডাক্টর ও ডিসপ্লে কারখানা তৈরি হবে গুজরাটের ঢোলেরা তে বিশেষ বিনিয়োগ অঞ্চলে ,এই কারখানা তৈরি করতে ১.৫৪ লক্ষ্য কোটি টাকা লগ্নির কথা জানিয়েছেন দুই সংস্থা ।ভারতের লগ্নির ইতিহাসে এটাই বৃহৎতম ।মহারাষ্ট্রের বদলে গুজরাটে তৈরি হওয়া নিয়ে রাজনৈতিক তরজা কম হয়নি ।