পরিচালক রাম গোপাল বর্মা ২০০৫ সালে ক্রাইম থ্রিলার সরকার তৈরি করেছিলেন ,মুখ্য ভূমিকা তে ছিলেন অমিতাভ বচ্চন সুভাষ নাগরের চরিত্রে ,শিব সেনা প্রধান বাল ঠাকরের আদলে গঠিত হয় চরিত্র টি । সম্প্রতি প্রযোজক আনন্দ পন্ডিত জানান সরকার ৪ তৈরি নিয়ে তোরজোর চলছে ,মুখ্য ভূমিকা তে দেখা যাবে অমিতাভ এবং অভিষেক কে ,তবে কে পরিচালক হবেন তা ঠিক করবে প্রযোজক স্বয়ং ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...