আজ আইএস এলে শেষ পর্যায়ে থাকা ইস্টবেঙ্গলের সাথে খেলতে নামবে প্লে অফে ওঠা এটিকে মোহন বাগান।গতকাল এক সাখ্যাত্কারে ইস্টবেঙ্গলের স্ট্রাইকার ক্লেইটন বলেন আমার বিশ্বাস এই বার ডার্বিতে আমরাই জিতবো ।সতীর্থ দের সহযোগিতা না পেলে আমি এত গোল করতে পারতাম না ।অপরদিকে এটিকে মোহনবাগানের সমর্থক দের হুগো বৌমসের কে নিয়ে অনিশ্চয়তা ।