গতকাল আইএস এলে লীগের শেষ খেলা তে ইস্টবেঙ্গল হেরে গেলো এটিকে মোহনবাগানের কাছে ২-০ গোলে ।খেলার প্রথম গোলটি হয় ৬৮ মিনিটের মাথায় করেন বদলি প্লেয়ার স্লাভকো এবং দ্বিতীয় গোলটি করেন দিমিত্রি ৯০ মিনিটের মাথায় ।খেলায় ৫৬ % বল দখল ছিল মোহনবাগানের আটো সাটো রক্ষণ ও উইং প্লেয়ের মাধ্যমে প্রথম থেকেই মোহন বাগান কোন ঠাসা করে দেয় ইস্টবেঙ্গল কে ,ডার্বির মাধ্যাত্ব হয়তো কমতে চলেছে কারণ মাঠে ইস্টবেঙ্গল গ্যালারি অনেকটাই ফাঁকা ছিল ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...