ব্যাঙ্ক অফ বরোদা বাজার ধরতে সব রকমের লোনে সুদের হার কমাবে

রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্ক অফ বরোদা প্রতিযোগিতার বাজারে এগিয়ে থাকার জন্য গৃহ ঋণে সুদের হার ৪০ বেসিস পয়েন্ট কমালো ,সুদ কমেছে ছোট শিল্পের ঋনেও কমানো হয়েছে প্রসেসিং ফি ও ।সুদের হার শুরু হচ্ছে ৮.৫%।এই সুবিধা গ্রহণ করতে গেলে,৩১ সে মার্চের মধ্যে আবেদন করতে হবে । গৃহ ঋণের ক্ষেত্রে নতুন গ্রাহক দের পাশাপাশি পুরোনো গ্রাহক রাও কম সুদের প্রকল্পে সরে আসতে
পারে ।