মুম্বাইয়ের মাঠে আইএস এল সেমিফাইনালে মুখোমুখি হবে মুম্বাই ও

কেরালার সঙ্গে বিতর্কিত জয় কে পিছনে ফেলে আজ বেঙ্গালুরু এফসি আইএস এল সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হচ্ছে মুম্বাই সিটি এফসি । দুই হপ্তা বিশ্রাম পাওয়ার পর মুম্বাই সিটি এফসির কোচ বাকিংহাম বলেন ,দুই লেগে সেমিফাইনালের ম্যাচ হবে আমি প্রতিটা ম্যাচ ধরে এগোতে চাই । ৯০ মিনিটে দল কেমন ফুটবল খেললে জয় আসবে সেটাই ভাবছি ।