আবারো করোনা চোখ রাঙাচ্ছে ভারতের ছয় রাজ্যে

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক করোনা ব্যাপকতা বাড়ায় চিন্তিত ,স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গিয়েছে ১-৮ মার্চের মধ্যে করোনা তে আক্রান্ত হন ৩২৬৪ জন ।মূলত মহারাষ্ট্র গুজরাট -তেলেঙ্গানা ,তামিল নাড়ু কেরল ও কর্নাটক এই ছয়টি রাজ্যে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে ।দেশে ৯-১৫ মার্চের মধ্যে সংক্রমণ যখন ০.৬১ % সেই সময় একই মহারাষ্ট্রে সংক্রমণ ছিল ১.৯২%।