জিততে মরিয়া কেকে আর অনুশীলন করলেন ইন্ডোরে

বৃষ্টি বিগ্নিত কলকাতার মাঠ খেলার অনুপুযুক্ত হওয়াতে কেকেআর সোমবার ইডেনের ইন্ডোরে অনুশীলনে
যোগদান করেন ,ভেঙ্কটেশ আইয়্যার ,মনদ্বীপ সিংহ ,নীতিশ রানা ,সিভি ভরুন সহ নাইট রাইডার্স য়ের খেলোয়াড়েরা ।জানা যাচ্ছে ভেঙ্কটেশ,মনদ্বীপ পুরোপুরি ফিট নয় ।গতকাল তাদের এম আর আই করতে নিয়ে যাওয়া হয়েছে কলকাতা এক হাসপাতালে ,মঙ্গলবার ও অনুশীলনে আসবেন তারা ।