নতুন মরশুমে জোসেফ গামবাউয়ের সাথে কথা বার্তা এগিয়ে চে লগ্নিকারীরা ।তবে ইস্টবেঙ্গল কর্তারা পরবর্তী কোচ হিসাবে যান এটিকের মোহনবাগানের প্রাক্তন কোচ হাবাস কে ।এই ছাড়াও তাদের তালিকা তে রয়েছে ম্যানুয়েল মারকুয়েজ ও সের্খিও লোবেরোর নাম ।আগামী ২৩ সে মার্চ বৈঠকে লগ্নিকারীদের কাছে হাবাস কে আনার প্রস্তাব দেবেন ইস্ট বেঙ্গল কর্তারা ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...