বিশ্ববক্সিংয়ের ভারতের সুদিন আনছেন মহিলা বক্সার রা

মেরি কমের পরম্পরা ধরে রেখে এইবার বিশ্ববক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলো ৫০ কেজি তে নিখাত জারিন এবং ৪৮ কেজিতে উঠলেন নিতু ।আর ৭৫ কেজি তে লাভ্লিনা বর গোহাইন ৪-১ হারিয়ে দিলেন টোকিও অলিম্পিকে রুপো পাওয়া চীনের লি কুইয়ান কে ।