রাজ্য বণিক সভার লৌহ আকরিক যোগানের চিঠি মমতা পৌঁছে দিলো নবীন পট্টনায়েক কে

রাজ্যের ইস্পাত শিল্পের একাংশ লৌহ আকরিক যোগানের জন্য সংকটে পড়েছে । এই কথা জানিয়ে আমাদের বণিক সভার মার্চেন্ট চেম্বার প্রেসিডেন্ট মমতা ব্যানার্জি কে অনুরোধ করে চিঠিতে বলেছিলেন,এই বিষয়টি নবীন পট্টনায়েকের দৃষ্টি,আকর্ষণ করার ।জানা যাচ্ছে নবীন পট্টনায়েকের সঙ্গে সাক্ষাৎকারে বণিক সভার চিঠি টি নবীন পট্টনায়কের হাতে তুলে দেন ।