অবশেষে সব জল্পনা থামিয়ে দিয়ে কেকে আর কর্তৃপক্ষ তাদের দলের অধিনায়ক হিসাবে নীতিশ রানার নাম,প্রস্তাব করলো ,এই বারের আইপি এলে শ্রেয়াস আইয়্যার ফিট না হওয়া অব্দি কেকেআর কে নেতৃত্ব দেবেন নীতিশ রানা ।কোচ চন্দ্রকান্ত পন্ডিত চেয়েছিলেন কোন ভারতিয় এই দলের অধিনায়ক হন,সেই হিসাবে একমাত্র নীতিশ রানাই সেই লোক যার সব কটা ম্যাচ খেলা নিয়ে কোনো সংশয় নেই ,কেকে আরে বেশ কয়েক বছর খেলার অভিজ্ঞতা ও রয়েছে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...